দেশের সেরা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মা বোজপুতি চাকমা অসুস্থ। বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে ওঠার পর সেরা খেলোয়াড় ঋতুপর্ণার বন্দনা চারদিকে। ঢাকায় ফেরার পরদিনই সকালে ঋতুপর্ণা চলে গেছেন ভুটানে তার ক্লাব পারো এফসির হয়ে ওই দেশের ন্যাশনাল উইমেন্স লিগ খেলতে।
গণমাধ্যমকর্মীরা ঋতুপর্ণার রাঙ্গামটির বাড়িতে গিয়ে তার মায়ের প্রতিক্রিয়াও নিয়েছেন। তাদের আর্থিক দুরবস্থা নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছেন। অর্থের অভাবে ঋতুপর্ণার মায়ের চিকিৎসা হচ্ছে না- এমন খবরও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে।
ঋতুপর্ণা অবশ্যই এ ধরনের খবরে অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ, তিনি কখনই বলেননি টাকার অভাবে তার মায়ের চিকিৎসা ব্যহত হয়েছে।
এ ধরনের খবরের পর ঋতুপর্ণা কিছুক্ষণ আগে তার ভেরিফায়েড ফেজবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মায়ের জন্য শুধুই আশীর্বাদ প্রত্যাশা করেছেন। পোস্টে তিনি লিখেছেন-
প্রিয় সবাই,
এই কঠিন সময়ে আমার এবং আমার পরিবারের পাশে থাকার জন্য এবং সমর্থনের জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমার মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের উদ্বেগ থাকা সত্যিই এক বিরাট আশীর্বাদ। এই মুহূর্তে আমরা আপনাদের সকলের কাছ থেকে যা চাই, তা হলো তহবিলের চেয়ে আমার মায়ের জন্য আশীর্বাদ। দয়া করে আমার মায়ের জন্য প্রার্থনা করুন এবং তাকে আপনাদের আশীর্বাদে রাখুন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন