ভারতের রানপাহাড়ের জবাবে শুরুতেই বিপদে ইংল্যান্ড

gbn

মাথার ওপর ৫৮৭ রানের পাহাড়। বার্মিংহ্যাম টেস্টে ভীষণ চাপে আছে ইংল্যান্ড। ২৫ রানেই তারা খুইয়ে বসে ৩ উইকেট। দ্বিতীয় দিন শেষ করেছে ৭৭ রান তুলে। স্বাগতিকরা এখনও পিছিয়ে ৫১০ রানে। জো রুট ১৮ আর হ্যারি ব্রুক ৩০ রান নিয়ে ব্যাটিং করছেন।

রানপাহাড়ের জবাব দিতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া ধাক্কা খায় ইংল্যান্ড। আকাশ দিপ তুলে নেন বেন ডাকেট আর ওলি পোপকে। দুজনই রানের খাতা খুলতে পারেননি। এরপর ১৯ করে মোহাম্মদ সিরাজের শিকার হন জ্যাক ক্রলি। ২৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর হাল ধরেছেন রুট আর ব্রুক।

 

এর আগে শুভমান গিল ভারতের প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে সেঞ্চুরি করলেন। শুধু তাই নয়, খেললেন ক্যারিয়ারসেরা ইনিংসও।

টেস্টে গিলের সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৪৭ রানের। এবার ডাবল সেঞ্চুরি হাঁকালেন। সুযোগ ছিল ট্রিপল করারও। সেটি হয়নি। গিল থামলেন ২৬৯ রানে।

 

৩৮৭ বলের ম্যারাথন ইনিংসে ৩০টি বাউন্ডারি হাঁকিয়েছেন গিল। আছে ৩টি ছক্কার মারও।

গিল ছাড়া বাকি ব্যাটাররা কেউ সেঞ্চুরি পাননি। সম্ভাবনা তৈরি করেও জসশ্বী জয়সওয়াল ৮৭ আর রবীন্দ্র জাদেজা খেলেন ৮৯ রানে সাজঘরের পথ ধরেন।

তারপরও বার্মিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ভারত। ১৫১ ওভারে ৫৮৭ রানে অলআউট হয়েছে গিলের দল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন