গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েলস রিজিওনের বার্ষিক সাধারন সভা অনুষ্টিত

খায়রুল আলম লিংকন :
জি এস সি সাউথ ওয়েলস রিজিওনের বার্ষিক সাধারন সভা গতকাল কার্ডিফের স্থানীয় যুবরাজ রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে.
সংগঠনের চেয়ারপার্সন আসগর আলী এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি শাহ শাফি কাদির এর পরিচালনায় অনুষ্ঠিত
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলেওয়াত করেন সানজিদুল ইসলাম । সভায় বার্ষিক রিপোর্ট
উথ্থাপন করেন জেনারেল সেক্রেটারী শাহ শাফি কাদির ও আর্থিক প্রতিবেদন পেশ করেন ট্রেজারার এ বি রুনেল.
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসির কেন্দ্রীয় ট্রেজারার সালেহ আহমদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য আব্দুল মালিক,সাউথ ওয়েস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন জনাব শাহজাহান আহমদ তরফদার,জি এস সি সাউথ ওয়েলস রিজিওনের
উপদেষ্টা শেখ তাহির উল্লা,সাউথ ওয়েস্ট রিজিওনের জেনারেল সেক্রেটারী সৈয়দ আবু সাঈদ আহমদ ,
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার
এসোসিয়েশনের চেয়ারপার্সন মোহাম্মদ হান্নান, জি এস সি সাউথ ওয়েলস রিজিওনের সহ-সভাপতি শেখ মোহাম্মদ আনোয়ার, সহ-সভাপতি জয়নাল আহমদ সেবুল, সহ-সভাপতি আব্দুল রউফ তালুকদার, সহ-সভাপতি আলমগীর আলম,সহ সভাপতি বদর উদ্দিন বাবর, সাবেক চেয়ারপার্সন আতাউর রহমান মধু, সাবেক চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী,কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক সভাপতি আবুবকর ওয়াকার,
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি রকিবুর রহমান, বৃষ্টল বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী খায়রুল আলম লিংকন ,মুজিবুর রহমান, আব্দুল ওয়াহিদ বাবুল, মোহাম্মদ সুমন তরফদার, মোহাম্মদ সেবুল আলী, মোহাম্মদ সুমন আলী প্রমুখ।
সভায় বিস্তারিত আলোচনার পর
সর্বসম্মতিক্রমে সাধারন সম্পাদকের রিপোর্ট
ও আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় ।
সভায় বক্তারা বিমানের সিলেট টু লন্ডন ফ্লাইট সরাসরি চালুর করা ,সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্নাজ্ঞ আন্তর্জাতিক বিমান বন্দরে রুপান্তরিত
করা ও যুক্তরাজ্য প্রবাসীদের শীঘ্রই ভোটার লিষ্টে অন্তর্ভুক্ত করার দাবী জানান.
জিএসসির কেন্দ্রিয় ট্রেজারার সালেহ আহমদ সংগটনের ২৫ বছর পুর্তির অনুষ্টানে লন্ডনে যোগদান করে অনুষ্টানকে সফল করে তুলার জন্য সকলকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান. সালেহ আহমদ জানান সিলেটে সংগটনের একটি নিজস্ব ভবন নির্মানের জন্য বর্তমান কমিটির পরিকল্পনা রয়েছে.
সংগটনের চেয়ারপার্সন আসগর আলী ও জেনারেল সেক্রেটারি শাহ শাফি কাদির