সিলেটে বিএনপি নেতার নামে ফেসবুকে ফেক আইডি, থানায় অ ভি যো গ

gbn

বিয়ানীবাজার প্রতিনিধি //

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের নামে হুবহু করে ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও মানহানিকর পোস্ট দেওয়ার সংশয়ে সংবেদনশীল হয়েছেন বিএনপি নেতা।


এ ঘটনায় ছরওয়ার হোসেন বাদী হয়ে শনিবার ২৪ মে বিকাল ৩:৪৫ টার দিকে “Sarwar Hussain” নামে একটি ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় এ সাধারন ডায়রি করেন।

 

 


থানায় সাধারণ ডায়েরি (জিডি) বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার সৌরভ সাহা।
 

অভিযোগে ছরওয়ার হোসেন বলেন, ২৪ মে সকালে নিজের ফেসবুক আইডিতে ঢুকলে দেখতে পাই নিজের নামে কে বা কারা আমার নাম ও ছবি ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা, কুরুচিপূর্ণ ও অপমানজনক বক্তব্য দিয়ে পোস্ট করা হয়েছে। এবং আমার পরিচিত স্বজনদের বন্ধু তালিকায় যুক্ত করে তাদের কাছে টাকা দাবি করছে। এতে আমার পরিচিতজনেরা বিষয়টি অবগত করেছেন। অজ্ঞাতনামা ব্যাক্তির এইরূপ কার্যকলাপে আমি মানষিকভাবে বিপর্যস্ত ও বিব্রতবোধ করছি। উক্ত আইডি থেকে ভবিষ্যতে রাষ্ট্র বিরোধী কোনকিছু পোস্ট করিয়া আমার মানসম্মান ক্ষুণ্ণ করিয়া আমাকে বিপদে ফেলতে পারে।
 

ছরওয়ার হোসেন বলেন, আমি বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সম্মানে সাথে দায়িত্ব পালন করছি। আমি ছাত্র রাজনীতি থেকে বৃহত্তর রাজনীতিতে নিজেকে উজাড় করে দিয়েছি। সাম্প্রতিক সময়ে একটি মহল আমার ব্যক্তি ইমেজকে কুলষিত করতে কোমর বেঁধে পিছু লেগেছে। আমি দুষ্কৃতকারী মহলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করছি পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীকে আইনের আওতায় আনবেন।
 

 

বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. মোফাখখার হোসেন, ভূয়া আইডি খোলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন