চ্যাম্পিয়ন বার্সার শিরোপা উৎসব ম্লান করলো ভিয়ারিয়াল

gbn

বার্সেলোনা চলতি মৌসুমের লা লিগা শিরোপা নিশ্চিত করে ফেলেছিল গত বৃহস্পতিবারই। শহর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর প্রতিযোগিতায় থাকা অন্য দলগুলোর ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল কাতালানরা। তবে শিরোপা নিশ্চিতের ম্যাচটি ছিল প্রতিপক্ষ, মানে এস্পানিওলের মাঠে। অর্থাৎ ঘরের মাঠে ভক্তদের সঙ্গে নিয়ে উৎযাপনটা করতে পারেনি বার্সা।

রোববার ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে উদযাপনের সব প্রস্তুতি ও উপলক্ষ নিয়েই মাঠে নেমেছিল বার্সা। এটি ছিল সমর্থকদের সামনে ট্রফি প্রদর্শনের সুযোগ। কিন্তু ভিয়ারিয়াল বার্সার সেই উৎসবটাই নষ্ট করে দেয়। বার্সাকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখায় ভিয়ারিয়াল। অথচ ম্যাচটি জিতলে বার্সার আনন্দ আরও কয়েকগুণ বেড়ে যেতো।

 

লা লিগা চ্যাম্পিয়ন বার্সা ডিসেম্বরের পর প্রথমবারের মতো লিগে পরাজয়ের মুখ দেখল। অন্যদিকে কাতালানদের হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা নিশ্চিত করলো ভিয়ারিয়াল।

আরসিডিই স্টেডিয়ামে সাবেক নিউক্যাসল ও লেস্টার ফরোয়ার্ড আয়োজে পেরেজ ৪ মিনিটে কাউন্টার-অ্যাটাক থেকে গোল করে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন।

 

বার্সার লামিন ইয়ামাল ৩৮ মিনিটে এক অসাধারণ কার্লিং শটে সমতা ফেরান। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফারমিন লোপেজ বক্সের বাইরে থেকে শট নিয়ে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিটে) সান্তি কোমেসানা গোল করে ভিয়ারিয়ালকে ২-২ সমতায় ফেরান। এরপর ৮০ মিনিটে কানাডিয়ান তারকা তাজন বুকানান জেরার্ড মরেনোর ক্রস থেকে ভিয়ারিয়ালের জয়সূচক গোলটি করেন।

লিগের এক ম্যাচ হাতে রেখে, অর্থাৎ ৩৭ ম্যাচে চ্যাম্পিয়ন বার্সা শীর্ষে রয়েছে ৮৫ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে চার পয়েন্ট এগিয়ে তারা। অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে ৭৩ পয়েন্ট নিয়ে। অ্যাথলেটিক বিলবাও (৭০ পয়েন্ট) ও ভিয়ারিয়াল (৬৭ পয়েন্ট) রয়েছে টপ ফাইভে। এই পাঁচ দলই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের প্রতিনিধিত্ব করবে।

 

 

 

ম্যাচ শেষে বার্সার ফারমিন লোপেজ বলেন, ‘আমি মনে করি ভিয়ারিয়াল ভালো খেলেছে… কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা চ্যাম্পিয়ন। আমি একটি গোল করতে পেরে খুশি। যদিও সেটি আমাদের কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা লিগ জিতেছি, এটাই আসল ব্যাপার, আমরা এটা ডিজার্ভ করি এবং চলুন উদযাপন চালিয়ে যাই।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন