প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে ভারত

gbn

পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা বাজেট বাড়াতে চলেছে ভারত। নতুন পরিকল্পনায় প্রতিরক্ষা বাজেটে যোগ হতে পারে আরও ৫০ হাজার কোটি রুপি। এতে সামরিক খাতে বরাদ্দ বেড়ে দাঁড়াতে পারে ৭ লাখ কোটি রুপির বেশি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা বাজেটে ৫০ হাজার কোটি টাকা বৃদ্ধি পেতে চলেছে। এই অতিরিক্ত বরাদ্দ সম্পূরক বাজেটের মাধ্যমে দেওয়া হবে। এর মাধ্যমে মোট প্রতিরক্ষা বাজেট ৭ লাখ কোটি টাকার বেশি হবে।

 

এনডিটিভি জানিয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ সালের বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড ৬.৮১ লাখ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এই বছরের বাজেট গত ২০২৪-২৫ সালের ৬.২২ লাখ কোটি টাকার তুলনায় ৯.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র জানিয়েছে, বর্ধিত বাজেটের অনুমোদন সংসদের শীতকালীন অধিবেশনে চাওয়া হবে। এটি গবেষণা ও উন্নয়ন, অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের জন্য ব্যবহৃত হবে।

 

নরেন্দ্র মোদীর সরকার ২০১৪ সাল থেকে প্রতিরক্ষার ওপর বিশেষ জোর দিয়ে আসছে। ২০১৪-১৫ সালে বিজেপি সরকারের প্রথম বছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ২ দশমিক ২৯ লাখ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। বর্তমান বরাদ্দ সকল মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ এবং মোট বাজেটের ১৩ শতাংশ।

ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি ও সম্ভাব্য বর্ধিত বাজেট বরাদ্দের এই ঘোষণা পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এলো। বিশেষ করে চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলা ও ভারতের সামরিক প্রতিক্রিয়া ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর।

এদিকে, বিদেশ থেকে অস্ত্র কিনতে ভারতকে নিরুৎসাহিত করেছেন দেশটির সামরিক বিজ্ঞানী প্রহ্লাদ রামারাও। এটি নিজ দেশের নিরাপত্তা অন্যের হাতে ছেড়ে দেওয়ার সামিল বলে মন্তব্য করেন তিনি। তাছাড়া অস্ত্র কেনা কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না বলেও মনে করেন তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন