এনামুল হক আলম বিশেষঃপ্রতিনিধি//
মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী প্রশান্ত দাশ (২৬) ও শামসুল ইসলাম মিন্টু (৪০) নামে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (১৪ মে) রাতে মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর উপজেলার মনু ব্যারেজ এলাকা থেকে প্রশান্ত দাশকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে গতকাল রাতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার পৃথক এক অভিযানে চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর এলাকা থেকে শামসুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত দুইজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সরাসরি যুক্ত ছিল। ৪ আগস্টের হামলার বিভিন্ন ছবি ও ভিডিও পর্যালোচনায় তাদেরকে শনাক্ত করা হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন