জিবি নিউজ প্রতিনিধি//
এক ছাদের নিচে সব মনোমুগ্ধকর আয়োজন নিয়ে পর্যটন নগর সিলেটে শুক্রবার (১৬ মে) ‘গ্রান্ড ওপেনিং’-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বার উন্মোচন করতে যাচ্ছে হোটেল ‘রয়েল মার্ক’। নগরীর মিরবক্সটুলায় প্রবাসী ও দেশি বিনিয়োগের আরেকটি স্মারক ‘রয়েল মার্ক’ হোটেল।
সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে হোটেলটি উদ্বোধন করবেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (সিনিয়র সচিব পদমর্যাদা) মুশফিকুল ফজল আনসারী।
নান্দনিক নির্মাণ শৈলীর রয়েল মার্ক হোটেল সিলেটে নতুন সংযোজন। হোটেলের রুমগুলোর ইন্টেরিয়র, ‘ক্রিমজ’ কফি লাউঞ্জ, ‘সুফরা’ রেস্টুরেন্ট এবং রুফটপ রেস্টুরেন্ট ‘আংরা’ যে কাউকে মুগ্ধ করবে। হোটেলটিতে রয়েছে বাংলা থাই, চাইনিং খাবারের পাশাপাশি অথেনটিক টার্কিশ ও অ্যারাবিয়ান ডিশ। ‘লাহাম মান্দি’, চিকেন মাজবুসের মতো অ্যারাবিয়ান খাবার, সিকান্দারের রানের মতো ইন্ডিয়ান ডিশ কিংবা টার্কিশ প্লেটারে নিতে পারবেন প্রকৃত স্বাদ।
খাবারের মান ও স্বাদের নিশ্চয়তা দিতে নিয়ে আসা হয়েছে অভিজ্ঞ শেফ। আরব আমিরাতসহ বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন শেফের রান্নার জাদু পরখ করে নেওয়া যাবে এখানে। সারাদিন সব শ্রেণির গ্রাহকরা এখানে সেবা পাবেন। তবে হোটেলের বর্ডাররা ২৪ ঘন্টা সার্ভিস পাবেন।
গ্রাহকদের কথা চিন্তা করে বাহারি নামের ও ডিজাইনের হোটেল স্যুটগুলো সাজানো হয়েছে। ডিলাক্স সিঙ্গেল, ডিলাক্স কাপল, ডিলাক্স টুইন, সুপার ডিলাক্স কিং, সুপার ডিলাক্স টুইন থেকে রয়েল স্যুট পর্যন্ত বিভিন্ন সাইজের ও সুবিধার কক্ষগুলো থেকে গ্রাহক সহজেই নিজের চাহিদা অনুযায়ী বেছে নিতে পারবেন। এই হোটেলের সবচেয়ে বড় সুবিধা হলো যান্ত্রিক নগরে হোটেল কক্ষে বসেই আপনি সিটি ভিউ কিংবা হিল ভিউয়ের আনন্দ পাবেন।
যে কোনো অনুষ্ঠান বা সভার আয়োজনেরও ব্যবস্থা রাখা হয়েছে রয়েল মার্কের সুফিয়ানা ব্যানকুয়েট হলে। রাউন্ড টেবিল স্টাইলের প্রোগ্রামে ৮০ জনের অধিক আবার থিয়েটার স্টাইলে অনুষ্ঠানে ১২০ জনের বেশি অতিথি সংকুলান হবে এখানে। সব মিলিয়ে এক ছাদের নিচে দারুণ আয়োজনের নাম ‘রয়েল মার্ক’।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন রয়েল মার্কের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন