পয়েন্ট তালিকার ওপরের সারির দল দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইলো কলকাতা নাইট রাইডার্স। হাইস্কোরিং ম্যাচে স্বাগতিকদের ১৪ রানে হারিয়েছে আজিঙ্কা রাহানের দল।
১০ ম্যাচে এটি কলকাতার চতুর্থ জয়। একটি পরিত্যক্ত ম্যাচসহ ৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রাহানের দল। সমান ম্যাচে চতুর্থ হার দেখা অক্ষর প্যাটেলের দিল্লি ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে।
দিল্লির সামনে লক্ষ্য ছিল ২০৫ রানের। ৯ উইকেটে ১৯০ রানে থামে তারা। ফ্যাফ ডু প্লেসি ৪৫ বলে ৬২, অক্ষর প্যাটেল ২৩ বলে ৪৩ আর শেষদিকে ভিপরাজ নিগাম ১৯ বলে খেলেন ৩৮ রানের ঝোড়ো ইনিংস। বাকি ব্যাটাররা কেউ বিশের ঘর ছুঁতে পারেননি।
সুনিল নারিন ২৯ রানে ৩টি আর বরুণ চক্রবর্তী ৩৯ রানে নেন ২টি উইকেট।
এর আগে কলকাতা নাইট রাইডার্সের কোনো ব্যাটার ফিফটি পাননি। তারপরও দিল্লি ক্যাপিটালসের মাঠে খেলতে গিয়ে ৯ উইকেটে ২০৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করায় কলকাতা।
টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন কলকাতার রহমানুল্লাহ গুরবাজ এবং সুনিল নারিন। তিন ওভারেই তারা তুলে ফেলেন ৪৮ রান। ১২ বলে ২৬ করে মিচেল স্টার্কের শিকার হন গুরবাজ।
উইকেটে এসে মেরে খেলতে শুরু করেন অধিনায়ক আজিঙ্কা রাহানেও। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৭৯ রান তোলে কলকাতা।
তবে এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে বসে কলকাতা। সুনিল নারিন ফেরেন ১৬ বলে ২টি করে চার-ছক্কায় ২৭ করে। ১৪ বলে ২৬ আসে রাহানের ব্যাট থেকে। দুজনই হন এলবিডব্লিউ।
সুবিধা করতে পারেননি ভেঙ্কটেশ আয়ার। অক্ষর প্যাটেলকে তুলে মারতে গিয়ে ক্যাচ হয়ে ফেরেন তিনি (৫ বলে ৭)।
সেখান থেকে জুটি গড়েন আঙ্গকৃষ রঘুবানসি আর রিঙ্কু সিং। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৪৬ বলে ৬১ রান। ৩২ বলে ৪৪ রানে সাজঘরে ফেরেন রঘুবানসি। চার বরের ব্যবধানে আউট হন রিঙ্কু। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৬।
শেষদিকে আন্দ্রে রাসেল ৯ বলে ২ চার আর ১ ছক্কায় অপরাজিত ১৭ রানের ক্যামিওতে কলকাতাকে দুইশ পার করে দেন।
মিচেল স্টার্ক ৪ ওভারে ৪৩ রান খরচ করে নেন ৩টি উইকেট। ভিপরাজ নিগাম আর অক্ষর প্যাটেলের শিকার দুটি করে উইকেট।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন