গোপন বৈঠকের সময় চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ১২ নারী কর্মী গ্রেপ্তার

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: গোপন বৈঠকের সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে জামায়াতের ১২জন নারী কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার(১৯’নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত.এরশাদ আলীর বাড়ির উঠোনে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ওই গ্রামের নাজির আলীর স্ত্রী তাসলিমা বেগম(৩০),মো.রফিকের স্ত্রী দুলালী বেগম(৪৫), একই গ্রামের মো.জামালের স্ত্রী জোনাকী বেগম(৪৫), মো.ইউসুফের স্ত্রী গোলাপী বেগম(৩৫), নাজিমুদ্দিনের স্ত্রী লেসন বেগম(৪২), দেলোয়ার হোসেনের স্ত্রী সানজিদা বেগম(২৫), দীন মোহম্মদের স্ত্রী শিউলি বেগম(৩৫),আব্দুর রাজ্জাকের স্ত্রী ফেনিয়ারা বেগম (৪৫), জাকির হোসেনের স্ত্রী রিনা বেগম (৩০), মৃত এরফান আলীর স্ত্রী সুফিয়া বেগম(৪২), হারুনুর রশিদের স্ত্রী মিলিয়ারা বেগম(৪০) ও উপজেলার কানসাট বাজার এলাকার গোলাম মোস্তফার স্ত্রী আয়েশা সিদ্দিকা(৫৫)। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো.মশিউর রহমান জানান,সোমবার বিকেলে নাশকতা ঘটানোর লক্ষ্যে গোপন বৈঠকের খবর পেয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে জামায়াতের ওই ১২ নারী কর্মী আটক হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মঙ্গলবার (২০’অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। ###