জিবিনিউজ 24 ডেস্ক //
ছবির প্রচারে যেন কোনো খামতি না থেকে যায়! সব রকম ভাবে ‘কুলি নম্বর ওয়ান’ ছবির মেজাজ তুলে ধরার চেষ্টা করছেন তারা। এবারেও তাই। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সারা আলি খান ও বরুণ ধাওয়ান নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি মজাদার ভিডিও আপলোড করলেন।
‘হট যা সামনে সে, তেরি ভাবি খড়ি হ্যায়’ গানে নাচছেন নতুন জুটি। কিন্তু চমক ভিডিওর এডিটিংয়ে। একটা করে নাচের স্টেপ ফেলছেন, আর পোশাক বদলে যাচ্ছে।
বলিউড মানেই গান আর নাচ। আর গানগুলিতে পোশাক বদলে যাওয়া। এ না হলে বলিউডের আমেজটাই পাওয়া যায় না। দর্শকদের সেই নব্বইয়ের দশকে নিয়ে গেলেন বরুণ ও সারা। ১৯৯৫ সালে গোবিন্দা ও কারিশমা কাপুরের ছবি ‘কুলি নম্বর ওয়ান’র আসল মেজাজটা ধরার জন্যই এতো কিছু!
বরুণ তো কেবল বলিউডের তারকা নন, ইনস্টাগ্রামেরও বটে। এমন একটি ভিডিও পোস্ট করবেন, আর তাতে আকর্ষণীয় ক্যাপশন থাকবে না, তা তো হয় না। ভিডিওর উপরে লিখলেন, ‘এবার থেকে নিজের প্রেমিকাকে অর্থাৎ অন্যের বৌদিকে যখন গোটা দুনিয়ার সঙ্গে আলাপ করাবে, এই স্টাইলে করিও।’
সারা লিখলেন, ‘বৌদি এসে গিয়েছে।’ ব্যস! ভাইরাল হয়ে গেল ছোট্ট ভিডিওটি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন