ফকিরহাটের মূলঘর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি /
ফকিরহাটের মূলঘরে হীড বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান অনুষ্ঠান ১৪ নভেম্বর বেলা ১১টায় হীড বাংলাদেশ ফলতিতা শাখায় অনুষ্ঠিত হয়। হীড বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক পার্থ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। বিশেষ অতিথি ছিলেন কৃষি ব্যাংক ফলতিতা শাখা ব্যবস্থাপক শেখ আতিকুজ্জামান, ইউপি সদস্য কালিদাশ বিশ্বাস, মহাদেব রায়, অনাদি বিশ্বাস, সাধনা মন্ডল, আল্লাদী বিশ্বাস। এসময় হীড বাংলাদেশের এরিয়া হিসাব রক্ষক বিমল রায়, ফলতিতা শাখা ব্যবস্থাপক কুমুদ রঞ্জন রায়, কাটাখালী শাখার ব্যবস্থাপক মোঃ খায়রুল আলম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।