ফিল্মফেয়ারে মুখোমুখি তারা

gbn

শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানাতে বলিউডের পাশাপাশি টলিউডেও আয়োজিত হয়ে আসছে ফিল্মফেয়ার পুরস্কার। আগামী ১৮ মার্চ কলকাতায় বসতে যাচ্ছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ নামের এই আসর।

এই ফিল্মফেয়ারে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলো থেকে বেছে নেওয়া হবে সেরাদের। যেহেতু টলিউডে বাংলাদেশের অভিনয়শিল্পীরাও নিয়মিত কাজ করেন, সেহেতু এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ওঠে এসেছে তাদেরও নাম।

এবারের অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। 

 

জানা গেছে, প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ এর জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন চঞ্চল, তবে মূল বিভাগে জায়গা হয়নি। তিনি মনোনয়ন পেয়েছেন সমালোচক বিভাগে। একই বিভাগে মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম।

ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’য় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। অর্থাৎ চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম—দুজনের যে কেউ পুরস্কারটি পেতে পারেন। 

 

ফিল্মফেয়ারের মঞ্চে জয়া আহসানের উপস্থিতি নতুন কিছু নয়। গত বছরও ‘দশম অবতার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।

অর্ধাঙ্গিনীর জন্য পুরস্কারও ঘরে তুলেছিলেন।

 

এবারের আসরে ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া। তার সঙ্গে মনোনয়ন তালিকায় আরও রয়েছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন