ভোর বেলা পাখা বন্ধ করতে গিয়ে টের পেলাম সে আসছে

মধুলীনা কলকাতা থেকে || জিবি নিউজ২৪.কম ||
পাতলা চাদরটাকে হঠাৎ খুব আদরের মনে হল। দুপুরে ছাদে গেলাম ; রোদটা আগের মতো খলনায়ক নেই। কেমন যেন মিষ্টি করে হাসল। এ সি মেশিনের দিকে তাকালাম। ওর ধুলো পড়া মুখে লম্বা ছুটির দরখাস্ত। আজকাল রাগ টাগ একটু কম হচ্ছে কি? হয়তো…. আর বিকেলগুলো ক্রমশ বিষণ্ণ হয়ে যাচ্ছে। সূর্যেরও যেন অস্ত যাবার অস্বাভাবিক তাড়া। বাড়ি ঢোকার আগেই ঝুপ করে অন্ধকার ঢুকে যায় শুনশান উঠোনে … ন্যাপথালিনের গন্ধ মাখা সদ্য বের করা গরম কাপড়। আনমনে খাওয়া সারা হয়। তারপর বিরাট রাতের কোলে ঘুমহীন চোখ দুটোকে সঁপে দেওয়া। হ্যাঁ, শীত আসছে।..