মডার্না’র ভ্যাকসিন অনুমোদনের আবেদন

gbn

বিশেষ প্রতিনিধিঃনিজেদের তৈরি করোনাভাইরাস (কোভিড-১৯)ভ্যাকসিনের শেষ ধাপের ট্রায়ালের (পরীক্ষা) চূড়ান্ত ফলাফল আসার পর ভ্যাকসিনটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে, জরুরি ব্যবহারের অনুমোদন পেতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।    তাদের তৈরি ভ্যাকসিনটি করোনার সংক্রমণ প্রতিরোধে ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকর এবং এর মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে ট্রায়ালের চূড়ান্ত ফলাফলের বরাতে জানিয়েছে মার্কিন কোম্পানি মডার্না।    মডার্নার তৈরি ভ্যাকসিনের চূড়ান্ত ফলাফল নিয়ে আজ প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এবার কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহারের জন্য বিশ্বজুড়ে অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।    মডার্না জানায়, যুক্তরাষ্ট্রে অনুমোদনের আবেদন জমা দেওয়ার পাশাপাশি মডার্না ইউরোপীয় মেডিসিন এজেন্সি থেকে শর্তসাপেক্ষে অনুমোদনের আবেদন করবে। এরই মধ্যে তাদের তথ্য ও প্রতিবেদনের পর্যালোচনা চলছে এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে পর্যালোচনার বিষয়ে কথা বলবে প্রতিষ্ঠানটি।    মডার্নার চিফ মেডিকেল অফিসার ড. টাল জাকস বলেন, ‘আমরা মনে করি আমাদের ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। এটি প্রমাণ করার মতো তথ্য এখন আমাদের কাছে আছে।’    ‘আমরা আশা করি করোনা মহামারি ঠেকাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে,’ যোগ করেন টাল জাকস।    জাকস জানান, গত সপ্তাহে ৯৪ দশমিক এক শতাংশ কার্যকারিতার ফলাফল দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন