ভারত-পাকিস্তান ম্যাচ পরিসংখ্যানের বিপক্ষে কথা বললেন বাসিত আলী

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বেই ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। হাইভোল্টেজ এই ম্যাচের উত্তেজনা শুরু হয়েছে ২০ দিন আগে থেকেই।

গতকাল সোমবার ছাড়া হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। মাত্র এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে সব টিকিট। বোঝাই যাচ্ছে, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের খেলা দেখার জন্য কতটা মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।

 

তবে ভারত-পাকিস্তান ম্যাচে কোন দল ফেবারিট, ক্রিকেটপ্রেমীদের বড় একটা অংশ এখন এই আলোচনায় ব্যস্ত, তুলছেন নানা প্রশ্ন। ভক্তদের কৌতূহলী সেই প্রশ্নের একটি উত্তর দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

বাসিত আলী মনে করছেন, ভারতই আসবে ফেবারিট দল হিসেবে। রোহিত শর্মার দলকেই এগিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক মিডলঅর্ডার ব্যাটার। শতাংশের মাপকাঠিতে কোন দলের জয়ের সম্ভাবনা কত, সেটাও স্পষ্ট করেছেন তিনি।

 

মূলত অভিজ্ঞতার দিক থেকেই ভারতকে এগিয়ে রেখেছেন তিনি। ভারতের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি অত্যন্ত অভিজ্ঞ। তবে এই দুই জন যদি ফর্মে না থাকেন তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেন, ‘ভারতের জয়ের সম্ভাবনা ৭০ শতাংশ, পাকিস্তানের ৩০ শতাংশ। ভারতের দলটি বেশি অভিজ্ঞ। যদি বিরাট এবং রোহিত ফর্মে না থাকে, তবে খেলাটি সমানে সমান হবে।’

তবে পরিসংখ্যান এগিয়ে রাখছে পাকিস্তানকে। ২০১৭ সালে ভারতকে হারিয়েই প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সরফরাজ আহমেদের নেতৃত্বে ভারতীয়দের ১৮০ রানে হারিয়েছিল তারা।

 

এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের মুখোমুখি দেখায়ও পাকিস্তান এগিয়ে। এখন পর্যন্ত মিনি বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টে পাঁচবার ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এর মধ্যে ভারত ২ বার আর পাকিস্তান জিতেছে ৩ বার।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন