বিয়ে বিচ্ছেদ নিয়ে মুখরোচক সংবাদ প্রকাশ না করার অনুরোধ ফারিয়ার

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

বিয়ের ২ বছর না পেরোতেই বিচ্ছেদ হয়ে গেল জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার। ২৭ নভেম্বর স্বামী হারুন অর রশীদের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয় তিনি নিজেই জানিয়েছেন।

শবনম ফারিয়া বলেন, ‘আমরা চেষ্টা করেছি দুজনদুজনকে আটকে থাকার। কিন্তু পারিনি। তবে বিয়ে বিচ্ছেদ হলেও আমাদের বন্ধুত্ব ঠিকই থাকবে।’

 

এদিকে ফারিয়া নিজের বিয়ে বিচ্ছেদ নিয়ে মুখরোচক সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যমের কাছে অনুরোধ করেছেন। ফারিয়া বলেন, ‘দয়া করে মিডিয়ার বিয়ে টেকে না- ধরনের কথা বলে আমাদের জন্যে আমাদের সহকর্মীদের ছোট করবেন না! আমরা সম্পূর্ণ পারিবারিক কারণে, পারিবারিকভাবে, পারিবারিক সম্মতিতেই বিয়ের মতো ইনস্টিটিউশন থেকে বের হয়ে এসেছি! আমাদের কখনও ভালোবাসা কিংবা বিশ্বাসের অভাব ছিল না, হবেও না! আর সাংবাদিক ভাই/বোনদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, দয়া করে একটু মানবিকতার সাথে বিষয়টা দেখবেন! প্লিজ! দুজন মানুষের বিবাহ বিচ্ছেদ মানে, দুইটা পরিবারের বিচ্ছেদ, অনেক স্মৃতির বিচ্ছেদ! অনেক ভালো সময়ের সাথে বিচ্ছেদ এইটা কারও জন্য সুখকর অনুভূতি না! দয়া করে মুখরোচক অদ্ভুত সংবাদ প্রকাশ করে আমাদের আর বিব্রত করবেন না! আমরা একে অন্যের ওপর সম্পূর্ণ সম্মান বজায় রাখতে চাই! ’

 

২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে অপুর সঙ্গে পরিচয় হয়েছিল ফারিয়ার। দীর্ঘদিনের বন্ধুত্ব ২০১৮ সালে পরিণয়ের দিকে গড়ায়। সে বছরের শেষ দিকে দুজনে আংটি বদল করেন। আর ২০১৯ সালের ১ লা ফেব্রুয়ারি জমকালো অনুষ্ঠানের ভেতর দিয়ে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন