নিজের নাম বদলে ফেললেন দীপিকা পাড়ুকোন

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

নাম হলো ‘দীপিকা পাড়ুকোন’। হয়ে গেলো ‘তারা‘। হঠাৎ টুইটারে নিজের নাম বদলে দিলেন কেন বলিউড অভিনেত্রী? বাস্তবিকই নিজের নাম পাল্টে ফেললেন নাকি তিনি!

পাঁচ বছর হয়ে গেল। সেই কর্সিকায় দেখা হয়েছিল 'তারা' আর 'বেদ'-এর। তারপর কত্ত ‘তমাশা‘! আজ সেই স্মৃতিচারণ করলেন ‘তমাশা‘ ছবির অভিনেত্রী। যাঁর চরিত্রের নাম ছিল ‘তারা‘। বেদের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রণবীর কপুর। এই ছবিতে রণবীর কপুরের অভিনয় নিয়ে তুমুল প্রশংসা হয়েছিল তখন। অন্যদিকে গল্প বলার অভিনবত্ব, ছবি নির্মাণের কৌশল, গানের ব্যবহার— সব মিলিয়ে পরিচালক ইমতিয়াজ আলির ঝুলি ভরে উঠেছিল প্রশংসায়। বিশেষ করে, ‘আগর তুম সাথ হো‘ গানটির শুরুর মুহূর্তের দৃশ্যায়নের ক্লিপিংটি আজও ইউটিউবে ব্যপক জনপ্রিয়।

 

এআর রহমানের সুরে পাগল হয়ে গিয়েছিলেন দর্শক। সামাজিক ইস্যু নিয়ে তৈরি সেই ছবিটির পাঁচ বছর বয়স হল শুক্রবার। নিজের টুইটারের নাম বদলের মধ্যে দিয়েই জন্মদিনটি পালন করলেন দীপিকা। শুধু তাই নয়, টুইটারের ছবিটিও বদলে দিলেন। ‘তমাশা‘ ছবির একটি পোস্টার আপলোড করলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, রণবীর কপুর আর দীপিকা একে অপরের ঘাড়ে হাত দিয়ে রয়েছেন আর হাসছেন।

রণবীর ও দীপিকার অনুগামীরা টুইটারে হ্যাশট্যাগ ‘ফাইভ ইয়ার্স অফ তমাশা‘ লিখে ট্রেন্ডিং চালু করে দিয়েছেন এদিন সকাল থেকে। কেউ কেউ আবার বলছেন, এই ছবিটা তাঁদেরকে জীবনের আসল অর্থ বুঝতে সাহায্য করেছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন