অন্তঃসত্ত্বা জনি ডেপের সাবেক স্ত্রী, জানা যায়নি সন্তানের বাবা কে

gbn

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ছবির নাম শুনলেই চোখে ভেসে উঠে পাগলাটে এক অভিনেতার মুখ। তিনি জনি ডেপ। ভালোবেসে সংসার পেতেছিলেন অভিনেত্রী আম্বার হার্ডের সঙ্গে। তবে সেই সংসারের শেষটা মোটেও ভালো হলো না। তাদের দাম্পত্যকলহ পৌঁছেছিল আদালত পর্যন্ত।

জনির অধ্যায় চাপা দিয়ে নিজের জীবন নতুন করে গুছিয়ে নিয়েছেন আম্বার। সেই জীবনে আসছে নতুন অতিথি। তিনি অন্তঃসত্ত্বা। দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি। এই ঘোষণা দেয়ার পর গেল শনিবার প্রথম প্রকাশ্যে আসেন আম্বার। তিনি বর্তমানে মেয়েকে নিয়ে স্পেনের মাদ্রিদ শহরে বাস করছেন। ‘আকুয়াম্যান’ ছবির এই অভিনেত্রীকে দেখা গেছে সেই শহরেই।

 

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন অভিনেত্রী। পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে অপেক্ষায় তিনি। আম্বারের মুখপাত্র পিপল ম্যাগাজিনকে জানান, ‘সবে তার গর্ভাবস্থা শুরু হয়েছে। তাই আমরা চাই না বিস্তারিত কিছু প্রকাশ করতে। তবে এটুকু বলা যায়, আম্বার নিজে এবং তার তিন বছর বয়সী কন্যা ওনাগ পেইজ খুব খুশি।’

জনি ডেপের সাবেক স্ত্রী অন্তঃসত্ত্বা, জানা যায়নি বাবা কে

 

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল আম্বার নিজের গাড়িতে উঠছেন। তিনি এল রেটিরো পার্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার পরনে ছিল কালো স্পোর্টস লেগিংস এবং ঢিলেঢালা সোয়েটশার্ট। তার ওপর একটি বড় ট্রেঞ্চ কোট ছিল। কাঁধের দুইপাশে ঝুলছে খোলা সোনালী চুল। এ সময় তার মুখে কোনো মেকআপ ছিল না। তার এই সাধারণ ছবিটি নেটিজেনদের নজর কেড়েছে।

জনি ডেপের সঙ্গে ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় আম্বার হার্ডের। এরপর বিওবি ফটোগ্রাফার বিয়ানকা বুটির সাথে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। একসময় ধনকুবের ইলন মাস্ক এবং ভিটো শ্নাবেলের সঙ্গেও গৃহবাসী হয়েছিলেন এই অভিনেত্রী।

 

তবে বর্তমানে ‘দ্য রাম ডায়েরি’, ‘ড্রাইভ অ্যাঙ্গ্রি’, ‘জম্বিল্যান্ড’খ্যাত তারকা আম্বার একা বলেই শোনা যাচ্ছে। তাই আলোচনায় এসেছে, তার দ্বিতীয় সন্তানের বাবা কে? এ নিয়ে অবশ্য কোনো কথা বলেননি অভিনেত্রী বা তার মুখপাত্ররা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন