জিবি নিউজ প্রতিনিধি//
আজ ৭ ডিসেম্বর শনিবার ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা এর আয়োজনে ২য় জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০.০০ টায় সমাবেশের উদ্বোধন করেন সমাজকল্যান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সমাবেশে আয়োজক কমিটির আহ্বায়ক ধরার উপদেষ্টা ড. মুজিবুর রহমান হাওলাদার এর সভাপতিত্বে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার। সমাবেশে মূল বক্তব্য উপস্হাপন করেন এপিএমডিডি ফিলিপাইনের সমন্বয়ক লিডি ন্যাকপিল। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সমাবেশ আয়োজক কমিটি এবং ধরার সদস্য সচিব শরীফ জামিল।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন