মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি :আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা শিল্পীর পুরস্কার পেয়েছেন টেইলর সুইফট। পাশাপাশি প্রিয় মিউজিক ভিডিও এবং প্রিয় পপ-রক নারী শিল্পীর পুরস্কারও উঠেছে এই সংগীত তারকার হাতে। ২২ নভেম্বর রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হয় আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড। এতে জাস্টিন বিবার, পোস্ট মেলোনি ও রোডি রিচিকে পেছনে ফেলে এ বছরও সেরার মুকুট পান টেইলর। তবে এই আসরে অনুপস্থিত ছিলেন তিনি। এক ভিডিও বার্তায় টেইলর সুইফট বলেন, ‘আমি দুঃখিত, এমন চমৎকার আয়োজনে উপস্থিত থাকতে পারলাম না। আমি আসলে আমার পুরোনো সব গান পুনরায় রেকর্ড করছি।’

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন