জিবিনিউজ 24 ডেস্ক //
এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক ও ঢাকা-১৭ আসনের সাংসদ ফারুকের স্ত্রী ফারহানা পাঠান ও মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসী।
আপাতত কারো শরীরে কোনো উপসর্গ নেই বলে সোমবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢালিউডের ‘মিয়াভাই’।
জানা গেছে, ফারুকের সঙ্গে হাসপাতালেই থাকছেন তার স্ত্রী ফারহানা। আর বাসায় আইসোলেশনে আছেন তুলসী।
কিছুদিন আগে শারীরিক জটিলতা নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যান ফারুক। ফিরে আসার কিছুদিন পর করোনায় আক্রান্ত হন তিনি। অভিনেতা জানান, তার সেবা-শুশ্রূষা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল স্ত্রী ও মেয়ে। সম্প্রতি তাদের শরীরে কভিড-১৯ ধরা পড়ে।
ফারুক জানান, মঙ্গলবার তার আবারো করোনা পরীক্ষা করা হবে। যেহেতু কোনো লক্ষণ নেই তাই ফল নেগেটিভ হবে বলে আশা করছেন।
গত ১৫ নভেম্বর ফারুকের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তাকে পরদিন সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন