মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এর অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে অভিযোগ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শাখা) কে নির্দেশ প্রদান করেছেন সহকারী কমিশনার সাধারন শাখা মো:মোস্তাফিজুর রহমান।

 

গত ০৩/৯/২০২৪ ইং তারিখে গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস বেগমের নানা অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সুবিধা বঞ্চিত ভুক্তভোগীদের পক্ষে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন শাহানা ইয়াসমিন লাকী।

অভিযোগে তিনি উল্ল্যেখ করেন, নার্গিস বেগম ২০১৮ সালে গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে তিনি জেলার প্রকৃত সুবিধা বঞ্চিত অসহায় বেকার ও উদ্যোক্তাদের সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দিয়ে তার মনোনিত পারিবারিক ভাবে সচ্ছল শ্রেনির নারীদের তালিকা প্রস্তুত করে থাকেন।

 

উক্ত ঘটনায় সহকারী কমিশনার সাধারন শাখা মো:মোস্তাফিজুর রহমান কর্তৃক তদন্তের নির্দেশ প্রদান করায় আনন্দিত ভুক্তভোগীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তা নার্গিস বেগমের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবে কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা সবার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন