এশিয়ান যুব আর্চারিতে অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে ছেলেদের এককে ফাইনালে উঠেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। চাইনিজ তাইপেতে রবিবার সেমিফাইনালে ইরানের প্রতিদ্বন্দ্বী মোহাম্মাদ হোসেন গোলশানিকে বলতে গেলে উড়িয়েই দিয়েছেন ২০২১ সালে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া এই আর্চার। জিতেছেন ৭-১ সেট ব্যবধানে। এর আগে কোয়ার্টার ফাইনালে তাইপের লিউ তাইয়েনকে ৬-২ সেটে হারান আলিফ।
আগামী ১ অক্টোবর সোনার লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন তাইপের হুয়াং লি-চেংয়ের।
এককে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন প্যারিস অলিম্পিকে খেলা সাগর ইসলাম। তাইপের হুয়াং লি-চেংয়ের কাছে হারেন ৬-২ সেট ব্যবধানে। প্রথম রাউন্ডেই বিদায় নেন মোহাম্মদ রাকিবও।
মেয়েদের ইভেন্টে জাতীয় দলের আর্চার সীমা আক্তার বিদায় ভারতের আর্চার ভাগোরা ভার্গীশকুমারের কাছে ৬-০ সেটে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন।
মেয়েদের কম্পাউন্ডে সেমিফাইনালে ভারতের কাউর অভনীতের কাছে হারের পর ব্রোঞ্জের লড়াইয়েও পুষ্পিতা জামান হারেন তাইপের কৌ ইয়েনিউর কাছে। অনূর্ধ্ব-২১ ছেলেদের কম্পাউন্ডে শেষ ষোলোতে ভিয়েতনামের ট্রান জওয়ানের কাছে টাইব্রেকারে হেরেছেন শাহরিয়ার রহমান। শুরুতে দুজনের স্কোর ছিল সমান ১৩৯ করে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন