আবারও গ্রিন ফ্ল্যাগ পিপলস চয়েস অ্যাওয়ার্ডের জন্য দৌড়ে রয়েছে টাওয়ার হ্যামলেটসের সবচেয়ে জনপ্রিয় পার্ক ভিক্টোরিয়া পার্ক। এই এওয়ার্ড হচ্ছে যুক্তরাজ্যের সেরা পার্ক গুলোর স্বীকৃতি প্রদানকারী একটি জাতীয় পুরস্কার প্রকল্প।
ভিক্টোরিয়া পার্ক সারা বছর ধরেই সঙ্গীত উৎসব থেকে শুরু করে কমিউনিটির নেতৃত্বে অনেক অনুষ্ঠানের আয়োজন করে। এতে ৪,০০০ টিরও বেশি গাছ, হ্রদ, একটি নৌকা চালানোর উপযোগী পুকুর, খেলার মাঠ এবং খেলাধুলা ও বিশ্রামের জন্য প্রচুর জায়গা রয়েছে।
বারার মানুষের গর্বের এই পার্কটিকে ১২ তম বছরের জন্য দেশের সেরা ১০ টি পার্ক গুলোর মধ্যে একটি হিসাবে মানচিত্রে দৃঢ়ভাবে রাখার জন্য ১১ অক্টোবর পর্যন্ত ভোট দেয়া যাবে। যারা আগ্রহী তারা www.greenflagaward.org/park-summary/?park=1577 - এই ওয়েবসাইটে গিয়ে ভিক্টোরিয়া পার্ককে ভোট দিতে পারেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন