বাবর থেকে রিজওয়ানের কাঁধে উঠতে পারে পাকিস্তানের অধিনায়কত্ব

gbn

পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্ব থেকে বাবর আজমকে সরানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তার জায়গায় অধিনায়ক হিসেবে নাম শুনা যাচ্ছে মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে খবরটি জানা গেছে। 

পিসিবির এক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক নিয়োগের সম্ভাবনা আছে।

আর নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রিজওয়ান। 

 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট - চ্যাম্পিয়ন্স কাপের জন্য পাঁচটি দল ঘোষণা করেছে। সেখানে নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, মোহাম্মদ হারিস ও সৌদ শাকিল। কিন্তু অধিনায়ক হিসেবে রাখা হয়নি বাবরকে।

চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে নেতৃত্ব দেওয়ার সুযোগ না দেওয়া ইঙ্গিত দেয় তিনি জাতীয় দলের অধিনায়ক হিসেবে আর থাকছেন না।

 

২০২৩ সালের নভেম্বরে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এই বছরের ৩১ মার্চ আবারও বাবরকে সাদা বলের অধিনায়ক করা হয়। কিন্তু তার নেতৃত্বে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয়েছে পাকিস্তান।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন