দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তানে গেছে বাংলাদেশ ‘এ’ দল। ইসলামাবাদে বৃষ্টির দাপটে প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিও অমীমাংসিতভাবে শেষ হয়েছে। পরের ম্যাচে তো দুই দিন কোনো বলই মাঠে গড়ায়নি।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৪৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল।
আজ চতুর্থ ও শেষ দিনে আরো ৫৮ রান যোগ করে ৯ উইকেটে ৪০৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা। গতকাল ক্যারিয়ারসেরা ১৩৬ রান করা জাকের আলী আজ আরো ৩৬ রান যোগ করেন। লেগ স্পিনার আবরার আহমেদের বলে বোল্ড হয়ে থামেন ১৭২ রানে।
দুর্দান্ত এই ইনিংসে ম্যাচসেরার পুরস্কার জেতা জাকের ম্যাচ শেষে বলেন, ‘চেষ্টা ছিল দলের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করার।
সে অনুযায়ী খেলতে পেরেছি। আমি আমার প্রক্রিয়া ধরে রেখেছিলাম।’
ব্যাটারদের দাপটের পর বোলাররা ভালো শুরু পেয়েছিলেন। ইমামুল হককে রানের খাতা খুলতে দেননি তাসকিন আহমেদ।
তবে পরে আলী জারিয়াব (১১৭) ও শাহরুন সিরাজ (৫৩*) প্রতিরোধ গড়েন। ৪ উইকেটে ২৮১ তোলে পাকিস্তান শাহিনস। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তাসকিনের পাশাপাশি রুয়েল মিয়া ও তানজিম হাসান একটি করে উইকেট পেয়েছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন