বিয়ের ২ মাস পেরোতেই ফ্ল্যাট বিক্রি করছেন সোনাক্ষী!

gbn

বিয়ের মাত্র দুই মাস ছুঁই ছুঁই। এর মধ্যেই নিজের ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এতেই চিন্তিত অভিনেত্রীর অনুরাগীরা। যে ফ্ল্যাটে জাহির ইকবালের সঙ্গে বিয়ের একগুচ্ছ স্মৃতি।

সেই ফ্ল্যাট আচমকা কেন বিক্রি করে দিচ্ছেন নায়িকা? এই প্রশ্ন সবার মনে।

 

নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রী পুনম। তবে বিয়ের পরই জল্পনা ছড়ায়, সোনাক্ষীর এই বিয়েতে নাকি তার দাদা লব সিনহার একেবারেই মত ছিল না।

অবশ্য শত্রুঘ্ন সিনহা সোনাক্ষী-জাহিরকে রাজজোটক মনে করেন।

 

বান্দ্রা ওয়েস্টের এই প্রপার্টি ৪২০০ স্কয়ার ফুটের। নিজস্ব লিফট আছে, দুটি বেডরুম। সি ফেসিং বারান্দা।

সার্ভেন্ট কোয়াটার, বিশাল কিচেন, শরীরচর্চার জায়গা সবই রয়েছে। যাকে বলে ফুললি ফার্নিশড। পাওয়া যাবে তিনটি গাড়ির পার্কিংয়ের জায়গা। এমন ফ্ল্যাটের দাম রাখা হয়েছে ২৫ কোটি টাকা।

 

কিন্তু বিয়ের মাস দুয়েকের মধ্যেই এত সুন্দর ফ্ল্যাট কেন বেচে দিচ্ছেন সোনাক্ষী? নিজেই তো আলাদা থাকার জন্য ফ্ল্যাটটি কিনেছিলেন।

তবে এখনও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

 

সূত্রের খবর অনুসারে, এই একই অ্যাপার্টমেন্টে ১১ কোটি টাকা দিয়ে আরেকটি ফ্ল্যাট কিনেছেন বলিউডের ‘দাবাং’ গার্ল। মনে করা হচ্ছে স্বামী জাহিরের সঙ্গে সেখানেই থাকবেন তিনি। নতুনভাবে সাজিয়ে তুলবেন নিজের সংসার। তার পাশাপাশি কাজেও মন দিয়েছেন অভিনেত্রী। আপাতত তার ঝুলিতে রয়েছে ‘নিকিতা রায় দ্য বুক অফ ডার্কনেস।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন