নেপাল সফর ঘিরে মিথ্যা অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তাসনিম জারা

gbn

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, তাকে ঘিরে ধারাবাহিকভাবে অনেক মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু এসব নিয়ে মাথা না ঘামিয়ে কাজে মনোযোগ দিতে চান।

শুক্রবার (২২ আগস্ট) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। বলেন, নেপাল সরকারের আমন্ত্রণে তিনি সম্প্রতি সেখানে গিয়েছিলেন ‘ক্লিন এয়ার’ বিষয়ক একটি প্রোগ্রামে অংশ নিতে। সেখানে তিনি দূষিত বাতাস আমাদের স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলছে সে বিষয়ে বক্তব্য রাখেন। দুই মাস আগে (২ জুলাই) নেপালের এমবাসি তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় বলে উল্লেখ করেন তিনি।

তিনি দাবি করেন, নেপালে তার সঙ্গে কোনো মার্কিন কর্মকর্তা বা অফিসিয়ালের যোগাযোগ হয়নি। অথচ ভারতের একটি পোর্টাল গুজব ছড়ায় যে তিনি নেপালে গিয়ে এক আমেরিকান অফিসিয়ালের সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছেন এবং সেটি নাকি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে। তিনি এই সংবাদকে সম্পূর্ণ ‘মিথ্যা ও কাল্পনিক’ বলে অভিহিত করেন।

চলতি মাসেই একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যে তিনি কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। পরে সংশ্লিষ্ট মাধ্যমটি স্বীকার করে নেয় যে সংবাদটি মিথ্যা ছিল এবং দুঃখ প্রকাশ করে।

ডা. তাসনিম জারা বলেন, গত ১১ আগস্ট নাগরিক পার্টির একটি বৈঠক হয় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। এতে পার্টির আহ্বায়ক, সদস্য সচিব, তিনি নিজে ও একজন যুগ্ম সদস্য সচিব উপস্থিত ছিলেন। বৈঠকটি কোনোভাবেই গোপন ছিল না, বরং নিজেদের পক্ষ থেকেই প্রেস রিলিজের মাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়।

তিনি অভিযোগ করেন, একই ধরনের বৈঠক বিএনপি ও জামায়াতের সঙ্গেও হয়েছে, কিন্তু সেসব ক্ষেত্রে মিডিয়া বা গোয়েন্দাদের পক্ষ থেকে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়নি। অথচ নাগরিক পার্টির বৈঠকের সময় ইচ্ছাকৃতভাবে একটি ছবি প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই ও আগস্ট মাসে অন্তত তিনবার আমার বিষয়ে মিথ্যা প্রচার চালানো হয়েছে। তিন ক্ষেত্রেই গোয়েন্দা সংস্থা উৎস হিসেবে এসেছে এবং আওয়ামী স্বার্থ সংশ্লিষ্ট কিছু গণমাধ্যমে এসব প্রকাশ পেয়েছে। উদ্দেশ্য স্পষ্ট—একই মিথ্যা বারবার বলে সেটিকে সত্যে পরিণত করা।

তিনি জানান, এসব মিথ্যা প্রচার দিয়ে তাকে দমানো যাবে না। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন এবং সত্যই শেষ পর্যন্ত টিকে থাকবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন