গাজা সিটির পেশেন্ট’স ফ্রেন্ডস বেনেভোলেন্ট সোসাইটি হাসপাতালের ক্লিনিকাল নিউট্রিশন বিশেষজ্ঞ সুজান মোহাম্মদ মারুফ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, অপুষ্টির কারণে বহু শিশুকে হারিয়েছি এবং অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে।
সুজান মোহাম্মদ বলেন,
‘একদিনে আমাদের হাসপাতালে ১১টি অপুষ্টি আক্রান্ত শিশু ভর্তি হয়। অবস্থা এতটাই সংকটজনক যে, আমাদের দুই শিশুকে একই বিছানায় রাখতে হয়েছে, কারণ পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নেই।’
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ছয় মাসের কম বয়সী শিশুদের জন্য বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়া হলেও, অনেক মায়ের নিজের শরীরেই অপুষ্টি দেখা দিচ্ছে। ফলে তারা সন্তানের জন্য প্রয়োজনীয় পরিমাণ বুকের দুধ দিতে পারছেন না এবং বিকল্প হিসেবে যে শিশু ফর্মুলা দুধ দরকার, সেটিও এখন পাওয়া যাচ্ছে না। এর ফলেই শিশুদের মধ্যে মারাত্মক অপুষ্টি দেখা দিচ্ছে।
সুজান বলেন,
‘যদি এই অবস্থা চলতেই থাকে—যেখানে ওষুধ এবং পুষ্টি-সম্পূরক ঘাটতির মধ্যেই অপুষ্টি ছড়াচ্ছে—তাহলে আমরা আরও অনেক শিশুকে হারাবো।’
তিনি আরও যোগ করেন,
‘আমরা ইতিমধ্যেই বহু রোগীকে হারিয়েছি এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। যদি পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তাহলে আরও মৃত্যুর মুখোমুখি হবো আমরা।’
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন