‘দুর্বল শরীর নিয়ে পায়েস বানিয়ে আনলে’ জন্মদিন প্রয়াত মাকে উদ্দেশ্যে করে পূজা

gbn

আজ চলচ্চিত্র তারকা পূজা চেরির জন্মদিন। গেল ২৪ মার্চ মায়ের মৃত্যুর পর প্রথম জন্মদিন তার। বেশ কিছুদিন অসুস্থতার পর গত ২৪ মার্চ পৃথিবী থেকে বিদায় নেন পূজা চেরির মা ঝর্ণা রায়। মাকে হারিয়ে ওই সময় থেকেই খানিকটা বিপর্যস্থ এই নায়িকা।

কারণ মেয়ের যাবতীয় কাজের সঙ্গে যুক্ত ছিলেন মা। তার অনুপ্রেরণা আর উৎসাহে সিনেমার নায়িকা অবধি হয়েছেন তিনি। তাই স্বাভাবিকভাবে মা ছাড়া আজকের জন্মদিনটা পূজার কাছে তাই বিবর্ণ। এ কারণেই মাকে উদ্দেশ্যে করে লিখছেন এক খোলা চিঠি।

তিনি লেখেন, ‘মা, এই প্রথম তোমাকে ছাড়া আমার জন্মদিন এসে গেল। খুব করে মনে পরছে গত বছরের কথা। তোমার শরীরটা তেমন একটা ভালো ছিলো না কিন্তু আমি মন খারাপ করে তোমার সঙ্গে একটু উচ্চ স্বরে বলে উঠলাম সবার মা কিছু না কিছু করে, তুমি তো আমার জন্য পায়েসও বানাচ্ছ না। তুমি সেই দুর্বল শরীর নিয়ে আমার জন্য পায়েস বানিয়ে নিয়ে আসলে।

যদিও পায়েসটা ভালোভাবে রান্না হয়নি। একটু চাল চাল ছিল তারপরও বানিয়ে নিয়ে এসেছিলে তো, এটাই অনেক। কিন্তু মামুনি এইবার ও যে সেই একই পায়েস খেতে ইচ্ছে করছে তোমার নিজ হাতে বানানো । উফ, কান্নায় চোখটা ভরে উঠছে। তুমি নেই ৬ মাস হল।

কত দিন তোমাকে দেখি না মামুনি।’

 

পূজা আরও লিখেছেন, ‘জানি না সৃষ্টিকর্তা আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে। তবে যতদিন বেঁচে থাকবো কীভাবে বুকে এই আটকে থাকা কষ্টকে দমিয়ে রাখবো? তা তো সম্ভব না। তবে একটা কথা কী জানো? তুমি আজকে আমার নতুন করে জন্ম দিলে। নতুন এক পূজা। যার কিনা একাই লড়াই করতে হবে। আমি জানি তুমি আমাকে দেখছো। তুমি সবসময় আমার পাশে আছো, তাইতো এখন পর্যন্ত কোনো কালোছায়া আমাকে ঘিরে রাখতে পারেনি। তুমি তোমার কথা ঠিক রাখছো।’

 

মাকে দেওয়া কথা রাখতে জন্মদিনে প্রতিজ্ঞাবদ্ধ পূজা। তার কথায়, ‘এইবার আমার পালা। দেখবে তোমাকে দেওয়া কথা আমি ঠিকই রাখব। তোমার অস্তিত্ব কারো কাছে না থাকলেও আমার কাছে সবসময় থাকবে। তুমি আছো, আমার পাশেই আছো। এই যে আমি এত কথা লিখছি, আমি তো অনুভব করছি তুমি আমার পাশেই আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছো।’

সব শেষে পূজা লিখেছেন, ‘জন্মদিনে স্বার্থপরের মতো একটা কিছু চাইবো মামুনি। এপারে তো নিজের রাখোনি, সবসময় আমার খেয়ালই করে গেছ। ওপারে অন্তত নিজের খেয়াল রেখো মামুনি। ভালো থেকো আমার লক্ষী মামুনি। তোমার মেয়েটা আর কিছু লিখতে পারছে না চোখ ভর্তি জল চলে আসছে আর চোখটা ব্যাথা করছে। অনেক ভালোবাসি।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন