মৌলভীবাজার প্রতিনিধি \ জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে অহিংস, বৈষম্যহীন, শান্তি-সম্প্রীতির স্বদেশ গড়ি’ স্লোগান নিয়ে কমলগঞ্জ উপজেলায় যুব ফোরাম এর উদ্যোগে র্যালি ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ আগষ্ট রবিবার দুপুরে কমলগঞ্জ উপজেলায় আস্থা প্রকল্পের যুব ফোরাম এর সদস্যরা জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে অহিংস, বৈষম্যহীন, শান্তি- সম্প্রীতির স্বদেশ গড়ি’ নিয়ে র্যালি ও মানব বন্ধন এর আয়োজন করে। র্যালিটি উপজেলা কার্যালয় থেকে শুরু করে কমলগঞ্জ চৌমুনায় এলাকায় শেষ হয়। মানব বন্ধনে বক্তব্য প্রদান করেন কমলগঞ্জ উপজেলা যুব ফোরামের আহবায়ক জিয়ানা মাদ্রাজী, যুব ফোরামের সদস্য সাজিয়া বেগম, মৌলভীবাজার সদর উপজেলার যুব ফোরামের আহবায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভী বাজার জেলার সমন্বয়ক শিপন দেব সহ অন্যান্যরা। বত্তারা সমাজের সকল সহিংসতা,নির্যাতন, বৈষম্যের অবসান চায়। পাশাপাশি সকল জাতি গোষ্টি, ধর্ম, বর্ণের মানুষ হাতে হাত ধরে একে অপরকে সম্মান কের্ একটি অহিংস,বৈষম্যহীন, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন