‘টম ক্রুজ জাদু'তে শেষ হলো অলিম্পিকের আসর

gbn

শেষ হলো ২০২৪ সালের অলিম্পিকের আয়োজন। রবিবার (১১ আগস্ট) শেষ হয়েছে প্যারিস অলিম্পিক। সেই সঙ্গে অলিম্পিকের পতাকাও নামানো হয়েছে। পরবর্তী অলিম্পিক্সের আসর ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।

 

 

অলিম্পিকের এবার যেমন জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে, তেমনি এর সমাপনী অনুষ্ঠানও ছিল চোখ ধাঁধানো। তিন ঘণ্টা ধরে চলে প্যারিস অলিম্পিক্সের সমাপনী অনুষ্ঠান। আর সমাপনী অনুষ্ঠানে পারফরম করে বিশ্বের অন্যতম মেগাস্টার টম ক্রুজ।

5

অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজ

একটি ফরাসি গান দিয়ে শুরু হয় সমাপনী অনুষ্ঠানের।

এরপর প্যারেড অব নেশনস অনুষ্ঠিত হয়। এরপর পারফর্ম করেন বেলজিয়ান পপ গায়িকা অ্যাঞ্জেল ভ্যান উইক। এরপর অস্ট্রেলিয়ার গোল্ডেন ভয়েজার ব্যান্ড অলিম্পিকের আবিষ্কার দেখায়। অ্যাঞ্জেল, কিউমিস্কি এবং র‌্যাপার ওনেদাও ফরাসি ব্যান্ড ফিনিক্সের পারফরম্যান্সে পারফর্ম করেছেন।

এরপর পাঁচটি গ্র্যামি পুরস্কার বিজয়ী গ্যাব্রিয়েলা সারমিয়েন্টো উইলসন আমেরিকার জাতীয় সংগীত গেয়েছেন।

 

তবে অনুষ্ঠানের মুল আকর্ষন ছিলেন হলিউড তারকা টম ক্রুজ। স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন তিনি। তারপর সিমোন বাইলস এবং লস অ্যাঞ্জেলেসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে সেই পতাকা নিয়ে চলে যান। পরের দৃশ্যে, তিনি পতাকা নিয়ে একটি প্লেন থেকে লাফ দিয়ে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেন (এই দৃশ্যটি ইতিমধ্যেই শ্যুট করা হয়েছিল)।

তারপর তিনি অলিম্পিক রিংগুলির ঝলক দেখান। এরপর পতাকাটি হস্তান্তর করা হয় আমেরিকার মহান রানার মাইকেল জনসনের হাতে। অনুষ্ঠান শেষে অলিম্পিক মশাল নিভিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন