এবার স্বাস্থ্য অধিদপ্তরের আরেক পরিচালককে বদলি

gbn

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেনকে বদলি করা হয়েছে। তার স্থলে পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামকে। তিনি ঢাকা বিভাগের স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। রোববার (৯ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পার-২) শারমিন আকতার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. মো. বেলাল হোসেনকে ঢাকা বিভাগের স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে বদলি করা হয়েছে। বদলি/পদায়ণকৃত কর্মকর্তা আগামী ৩ কার্যদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় চতুর্থ কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি বলে গণ্য হবে।

এর আগে ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। আর তার জায়গায় পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (এমবিডিসি) ও প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. ফরিদ হোসেন মিঞাকে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন