‘আমার মেয়েকে বিয়ে করলে জীবন নরক হয়ে যাবে’

gbn

  জিবিনিউজ 24 ডেস্ক //

তার রূপের যাদুতে বহু পুরুষ হৃদয়েই ঝড় ওঠে। তাকে বিয়ে করতে চান এমন পুরুষও অনেক আছে। বলছি বলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর কথা। তবে তার রূপে যারা মুগ্ধ, তাদের একটা সতর্কবার্তাই দিলেন অভিনেত্রীর পরিচালক মা শতরূপা সান্যাল।

ঋতাভরীকে যারা বিয়ের প্রস্তাব দিয়েছেন, তাদের উদ্দেশ্যে শতরূপা সান্যালের সাফ বক্তব্য, ‘আমার মেয়েকে একদম বিয়ে করবেন না, জীবন নরক হয়ে যাবে। সকালবেলা তোমাকে প্রস্তুত হতে হবে, ওর কীরকম মুড আছে, সেই অনুযায়ী ব্রেকফাস্ট বানাতে হবে।’ মা একথা বলার সঙ্গে সঙ্গেই হেসে ফেলে তাকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে নিয়ে যান ঋতাভরী।

 

প্রসঙ্গত, মেয়ে ঋতাভরীকে একপ্রকার একা হাতেই বড় করেছেন তার মা শতরূপা সান্যাল। শতরূপা নিজে একজন পরিচালক এবং প্রযোজক। বিখ্যাত থিয়েটার অভিনেতা পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। ঋতাভরী ছাড়াও শতরূপা সান্যাল ও উৎপলেন্দু চক্রবর্তীর আরও এক মেয়ে রয়েছে, নাম চিত্রাঙ্গদা চক্রবর্তী। তবে উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে একা হাতেই মানুষ করেছেন শতরূপা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন