‘মোটা’ বলায় রেগে আগুন অভিনেত্রী

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

গত মাসে করোনা হয়েছিল বাহুবলী-র অবন্তিকা তামান্না ভাটিয়ার। প্রচুর ওষুধ খেয়ে রোগ থেকে সেরে উঠেছেন তিনি, এখনো কাজে ফিরতে পারেননি। অসুস্থ থাকার সময় শরীরচর্চার নিয়ম-কানুন মানতে পারেননি বলে ওজন খানিকটা বেড়ে গিয়েছিল। তাতেই সোশ্যাল মিডিয়া মোটা বলেছে তাকে।

এমন সময়ে এ ধরনের কথায় দুঃখ পেয়েছেন তামান্না। লিখেছেন, এত অসংবেদনশীল আপনারা হলেন কী করে?

 

এক সাক্ষাৎকারে তিনি বলেন, অসুস্থতার সময় ক্রমাগত তার মৃত্যুচিন্তা হত। তার করোনার লক্ষণ অত্যন্ত প্রকট ছিল, এমন লক্ষণ, যাতে অনেকে মারা গিয়েছেন। কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচিয়ে দেন, বাবা মাও সঙ্গে ছিলেন। করোনা থেকে সেরে ওঠা তাকে শিখিয়েছে, জীবন প্রকৃত অর্থে কত দামী।

আর যারা তাকে মোটা বলেছেন, তাদের সম্পর্কে তিনি বলেন, অসুখে ভোগার সময় প্রচুর ওষুধ খেতে হয় ফলে কিছুটা ওজন বেড়েছিল। সে সময়কার একটা ছবি পোস্ট করায় কয়েকজন তাকে মোটা বলেন। তাতে তিনি বোঝেন, মানুষ কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তা বেশিরভাগই দেখতে পায় না, উল্টো খুঁত খুঁজে বেড়ায়।

আগস্টে তামান্নার বাবা মা সন্তোষ ও রজনী ভাটিয়া করোনা আক্রান্ত হন। তখন তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। কিন্তু গত মাসে করোনা হয় তারও। তামান্নাকে দেখা যাবে সুপারহিট কন্নড় ছবির তেলুগু রিমেক লাভ মকটেল-এ।

এছাড়া তার হাতে রয়েছে সিটিমার নামে একটি তেলুগু স্পোর্টস-অ্যাকশন ড্রামা। বলিউডে তাকে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে বোলে চুড়িয়াঁ ছবিতে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন