Bangla Newspaper

ক্ষুদে সাংবাদিক জাইমের আরেকটি হাউস অব পার্লামেন্টে চমকপ্রদ সাক্ষাতকার (ভিডিও)

424

মোহাম্মদ ইকবাল ||সিনিয়র রিপোর্টার ||

 

গত ৪ঠা জুলাই ২০১৮ইং বিলেতের হাউস অব পার্লামেন্টে দি ইন্দো-ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের লর্ড এবং হাউস অব কমন্সের ক্রস পার্টি মেম্বারদের আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত দুজন সংগীত শিল্পী অনুরাধা পাডওয়েল এবং কুমার সানুর গাওয়া একটি মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন বিরেন্দ্র সর্মা এমপি সভাপতি ইন্দো-ব্রিটিশ অল পার্লামেন্টারি গ্রুপ অনুষ্ঠানটিতে সুনামধন্য রাজনীতিবিদগণ ছাড়াও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের এক পর্যায়ে জিবিনিউজ২৪.কম এর চৌকশ ক্ষুদে সাংবাদিক শিল্পীদ্বয়কে তাঁর প্রশ্ন উপস্থাপন করলে অতিথিবৃন্দ সহ সবাই তাঁর সাক্ষাৎকার গ্রহনের ধরন ও দক্ষতায় বিস্মিত ও অভিভুত হন এবং হল ভর্তি দর্শক মুহুর্মুহু করতালিতে তাঁকে উৎসাহিত ও অভিনন্দিত করেন।

Comments
Loading...