উৎসবমুখর পরিবেশে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের শিশুকিশোর চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |

উৎসবমুখর পরিবেশে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও কুইজ ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম" এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুকিশোর চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়। 

আজ বুধবার (০১ মে) সকালে রাজধানী ঢাকার লালবাগ ফরিদ উদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয় হলরুমে ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম" এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুকিশোর সাংস্কৃতিক (চিত্রাঙ্কন ও কুইজ) প্রতিযোগিতা ২০২৪ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে পুরান ঢাকায় অবস্থিত স্বনামধন্য স্কুল ভিকারুন্নেসা নুন, অগ্রণী, উইলস লিটল ফ্লাওয়ার, আজিমপুর গভ গার্লস স্কুল ,রহমাতুল্লাহ মডেল স্কুলের দেড় শতাধিক শিশুকিশোর শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শপ ওনার্স এন্ড বিজনেসম্যান সোসাইটির সহ-সভাপতি ও ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর উপদেষ্টা মীর রফিকুল ইসলাম বিল্লু, সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ আশরাফ আলী, সভাপতি নূর মোহাম্মদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসাইন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কাজী মুহা: আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মানিক মৃধা, বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল, সহ সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মোঃ আসিফ বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোঃ সিফাত হোসাইন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাদের সোহেল, কার্যনির্বাহী সদস্য সজিব হাসান, আসলাম পারভেজ, রবিউল ইসলাম আশিক প্রমুখ।

দেশজুড়ে তাপদহ চলমান থাকা সত্ত্বেও প্রতিযোগীরা স্বতঃস্ফূর্ত ভাবে পেন্সিল, বোর্ড, রংতুলি,পানির পাত্রসহ অনান্য সকল উপকরণ নিয়ে অভিবাবকদের সাথে আসতে শুরু করে। চমৎকার ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। প্রতিযোগিতায় অংশ নেয়া কোমলমতি শিশুকিশোরদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, শরবত ও ফ্যানের বেবস্থা করে সংগঠনটি। ফলে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন