সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |
দেশজুড়ে তাপদহ চলমান রয়েছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে শুরু করে হাট-বাজারের শ্রমজীবি মানুষরা চরম বিপাকে পড়েছে। তীব্র তাপপ্রবাহে নাকাল মানুষ। এমন অবস্থায় ব্যক্তি উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ করে যাচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল এমদাদ নাঈম।
আজ বুধবার (০১ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর চৌরাস্তা ও এতিমখানা রোডে চলাচলকারী শত শত সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালক, বাসচালক, ভ্যান চালকসহ বিভিন্ন পেশার মানুষদের হাতে বিশুদ্ধ পানি তুলে দেন বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জননেতা শরিফুল এমদাদ নাঈম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শপ ওনার্স এন্ড বিজনেসম্যান সোসাইটির সহ-সভাপতি মীর রফিকুল ইসলাম বিল্লু, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মোহাম্মাদ জাকির, ২৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আরজু মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন অপু, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক কাজী আরিফ, আজিমপুর ইউনিট আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মানিক মৃধা প্রমুখ।
শরিফুল এমদাদ নাঈম জিবি নিউজ টুয়েন্টি ফোরকে বলেন," আমাদের গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোঃ সেলিম ও বর্তমান সংসদ সদস্য তারুণের অহংকার পুরান ঢাকার নতুন স্বপ্ন সোলায়মান সেলিম এর নির্দেশনায় আজকের আমরা ২৬ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দদের নিয়ে এই প্রচণ্ড গরমে যারা কষ্ট করছেন তাদের তৃষ্ণা নিবারণের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"
তিনি আরও বলেন," সর্বদা নিপীড়িত ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করে আসছি। তাই যখন সারাদেশে তীব্র তাপদাহে সাধারণ মানুষের কষ্ট পাচ্ছে তখন আমাদের নেতাকর্মীরা ঘরে বসে নেই। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কাছে পাঠিয়েছেন সুপেয় পানি দিয়ে আপনাদের কষ্ট লাঘব করতে। তীব্র তাপদাহে দিনে দিনে বেড়ে চলেছে গরমের তীব্রতা। এ সময় পথচারীদের তীব্র তাপদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে আমাদের নেতাকর্মীরা নিরন্তর কাজ করছেন। আমরা অতীতে আপনাদের পাশে ছিলাম, আছি এনং থাকব ইন শা আল্লাহ !"
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন