জিবিনিউজ 24 ডেস্ক //
আগামী ডিসেম্বরে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বেতন কমিয়ে দেওয়া হতে পারে অধিনায়ক লিওনেল মেসিসহ বার্সেলোনার খেলোয়াড়দের। মহামারী করোনাভাইরাস ও প্রেসিডেন্ট নির্বাচনের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মেসির বেতন কমানো হতে পারে ৩০ শতাংশ।
বার্সেলোনা পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বে থাকা কার্লেস তুসকেতস বলেছেন, অধিনায়ক হলেও বেতন কমানোর ক্ষেত্রে মেসিকে কোনো ছাড় দেওয়া হবে না। সবার ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি বার্সা সভাপতির পদ ছেড়েছেন জোসেপ মারিয়া বার্তোমেউ। তার পদত্যাগের আগেই খেলোয়াড়দের বেতন কমানোর বিষয়ে আলোচনা চলছিল। চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্ট হিসেবে আর্জেন্টাইন তারকা মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে বার্তোমেউ সভাপতির পদ ছাড়ায় বার্সার সাথে চুক্তির মেয়াদ বাড়াতে পারেন মেসি। সেক্ষেত্রে বেতন নিয়ে ঝামেলা হলে মেসির বার্সায় থেকে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন