বাবাকে ঈদ উপহার দিয়েছে জয় : অপু বিশ্বাস

তারকারা যেমন ভক্ত-অনুরাগীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু, তেমনি তারকা সন্তানদের প্রতিও ইগলের চোখ থাকে সবার। যেমনটা দেখা যায় ঢালিউডের সাবেক তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়কে ঘিরে। বাবা-মায়ের মতো ছোট্ট জয়ও যেন এখন তারকা! তাই জয়ের ঈদ কেমন কাটল, তা নিয়ে আগ্রহের কমতি ছিল না অনুরাগীদের।

এবার জয়ের ঈদ কেটেছে বেশ আনন্দে।

বাবার দেওয়া উপহার তো ছিলই, জয়ও বাবাকে দিয়েছে ঈদের উপহার। দেশের এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনেত্রী বলেন, ‘ঈদে আমার পরিকল্পনায় ফার্স্ট প্রায়োরিটি আমার সন্তান জয়। জয় এখন নামাজ পড়া শুরু করেছে।

মাঝেমধ্যে তাঁর দাদা নামাজে নেওয়ার জন্য টানাটানি করে। সে ভীষণ  কমফোর্টেবল তাঁর বাবা এবং ফুফার সঙ্গে নামাজে যেতে।’

 

1

বাবা শাকিব খানের সঙ্গে ছোট্ট জয় (পূর্বের ছবি)

ঈদে শাকিব খানকে উপহার দিয়েছে জয়। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘রোজার শুরুতেই শাকিব খান কেনাকাটার জন্য জয়কে টাকা দিয়েছে।

সে অনুযায়ী কেনাকাটা হয়েছে। জয়ও তাঁর বাবাকে ঈদ উপহার দিয়েছে। এ বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না। আমি আসলে বাবা-ছেলের বিষয়গুলো সবাইকে দেখাতে পছন্দ করি না। কারণ এটা একান্তই ব্যক্তিগত।

কিন্তু অনেক সময় কিছু পরিস্থিতির কারণে দেখাতে হয়।’

 

ঈদে জয়কে দেওয়া উপহার প্রসঙ্গে অপু বলেন, ‘আমার কাছ থেকে জয়ের প্রত্যাশা বরাবরের মতো চিকেন বিরিয়ানি। ঈদের দিন ওর জন্য আমি এই মেন্যুটি বাসায় করি। জয় ঈদে অনেক গিফট পেয়েছে। কিন্তু সে চাচ্ছিল বই। বেশ কিছু বইয়ের নাম আমাকে বলেছে। সেগুলো আমি কিনে দেব।’

অপু বিশ্বাস এবারের ঈদ ঢাকায়ই উদযাপন করছেন। কয়েক দিন আগেই ভারত থেকে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে নিজের বাড়িতেই অবস্থান করছেন। ঈদের দিন ছেলেকে নিয়ে শাকিবের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নায়িকার।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন