সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে, প্রতিটি মানুষ জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে" এই শ্লোগানকে সামনে রেখে তিন শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করলো ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সামাজিক সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম।"
আজ রবিবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার লালবাগ ফরিদ উদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয় হলরুমে ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম" প্রতিবারের ন্যায় এবারো আসন্ন ঈদ উল ফিতরকে উপলক্ষ্য করে তিন শতাধিক দরিদ্র অসহায় ও স্বল্প আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, চিনি, তেল, নুডুলস, দুই ধরনের সেমাই, দুধ, আলু, পিঁয়াজ ও নারিকেল ইত্যাদি। সংগঠনটি ঈদ উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে তিন শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের সাথে ঈদের খুশি ভাগ করে নেয়।
আজকের ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর উপদেষ্টা মীর রফিকুল ইসলাম বিল্লু, সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ আশরাফ আলী, সভাপতি নূর মোহাম্মদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসাইন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কাজী মুহা: আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মানিক মৃধা, বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল, সহ সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মোঃ আসিফ বাপ্পি, ক্রীড়া সম্পাদক মোঃ ওয়াসিম আক্তার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোঃ সিফাত হোসাইন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাদের সোহেল, কার্যনির্বাহী সদস্য সজিব হাসান, আসলাম পারভেজ, রবিউল ইসলাম আশিক প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন