ঈদে মুক্তি পাচ্ছে মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ সিনেমাটি। ময়মনসিংহ গীতিকার অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। মুক্তি ঘিরে চলছে জোর প্রচারণা। এবার এলো সিনেমাটির পোস্টার।
আজ সকালে প্রকাশ করা হয় পোস্টারটি। পোস্টারটি দেখে অনেকেই চমকে গেছেন। একটা পাখির ছবি দিয়ে তৈরি হয়েছে পোস্টারটি। নেই কোনো নায়ক-নায়িকা বা অভিনয়শিল্পীর ছবি।
পুরো পোস্টারের মূল বিষয় হিসেবেই আছে পাখি।
পোস্টারে দেখা যাচ্ছে, ‘একটি বৃত্তাকার জায়গায় ডালে বসে আছে একটি পাখি।’ শুধু এটুকুই। সাধারণ এই পোস্টারটি যেন গ্রামবাংলা, প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য এবং বাঙালিয়ানাকে ধারণ করেছে।
পোস্টারটি নিয়ে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বললেন, ‘এটার নাম সুখপাখি। মানে যে পাখি পোষ মানানো হয়। পাখিটি কাজল রেখা সিনেমার একটি বড় চরিত্র। সিনেমায় যে পাখি মানুষের নিয়তি বলে দেয়। আর সে যা বলে দেয় তাই ঘটে।
মানে পাখিটি ভবিষ্যৎ বলে দেয় মানুষের। সিনেমাটি তার চরিত্রটি দর্শকদের মুগ্ধ করব। আমরা তাই অফিশিয়াল পোস্টারে পাখিকে ঘিরেই করেছি।’
পোস্টারটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই বলছেন, বেশির ভাগ সময় দেশের সিনেমাসংশ্লিষ্টরা বলিউড ও দক্ষিণী সিনেমার অনুসরণ করে। সেখানে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের শৈল্পিক এ পোস্টার নির্বাচনও প্রশংসার দাবিদার।
বলে রাখা ভালো, ষোলো শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। কাজল রেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ।
সরকারি অনুদানের এ সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন