সুন্দরবনের হরিণ শিকারীদের গ্রেফতারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত

সাতক্ষীরা প্রতিনিধি:
“হরিণ শিকার বন্ধ কর, বণ্যপ্রাণী রক্ষা কর, সুন্দরবন বাঁচাও’ এইশ্লোগানকে সামনে রেখে সুন্দরবনের হরিণ শিকারী ও জীববৈচিত্র
ধ্বংসকারীদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী হয়েছে।সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরাপ্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তর্য রাখেন,
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাআজাদ,সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাডভোকেট
ফাহিমুল হক কিসলু, জেএসডির জেলা সাধারণ সম্পাদক সুধাংশু শেখরসরকার, ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরাপৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলাস্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু প্রমুখ।
মানববন্ধনে সঞ্চালনা করেন গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণসম্পাদক আলীনুর খান বাবুল।মানববন্ধনে বক্তারা বলেন,সাত্তার মোড়লসহ তালিকাভুক্ত চিহ্নিত হরিণশিকারিদের দ্রæত গ্রেফতারের দাবি জানান।উলেখ্য ঃ সোমবার ভোর রাতে সুন্দরবনের চুনকুড়ি নদী সংলগ্ন সুন্দরবনসাতক্ষীরা রেঞ্জের দোবেকী এলাকা থেকে ৩টি হরিণ, ৩টি একনালা বন্দুক ওএকটি নৌকাসহ ৩জন চোরাশিকারীকে পুলিশ আটক করে পুলিশ। বিকালেশ্যামনগর থানার এসআই লিটন বাদী হয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাত্তার মোড়লসহ ৩ জনের মামলা দায়ের করেন। যার নং-৩। #