আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচার-প্রচারণায় সরব হয়েছেন। অনেকে ফেসবুক, সরেজমিন ও নানা মাধ্যমে তাদের প্রার্থিতা জানান দিচ্ছেন।
চেয়ারম্যান পদে এখন পর্যন্ত বর্তমান ও নতুন মিলিয়ে অন্তত ৩ জন প্রার্থী মাঠে নেমেছেন। এদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতা।
শ্রীমঙ্গল উপজেলায় বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়, এছাড়াও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবীন নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আছকির মিয়া, জাতীয় শ্রমিক লীগের উপজেলা কমিটি সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চা শ্রমিক সন্তান তরুণ যুবক প্রেম সাগর হাজরা।
আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা জানান, এবারের নির্বাচনে নৌকা প্রতীক না থাকায় দলীওভাবে বাঁধা বিপত্তি নাই। তার পরও দল কাউকে না কাউকে পরোক্ষ সমর্থন দেবে। ফলে তারা নিজ নিজ যোগ্যতায় ভোট চাইবেন।
তারা আরও বলেন, দলীয় প্রতীক না থাকাতে নির্বাচন উৎসবমূখর পরিবেশ বিরাজ করবে।’
মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম মূয়ন বলেন, এ সরকারের অধীনে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারপরও কেন্দ্র কি সিদ্ধান্তের উপেক্ষায় আছি, বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন