অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডসের তিন খেলোয়াড়কে ফেরত পাঠিয়ে হকি লিগে দুই মালয়েশিয়ান খেলোয়াড়কে নিয়ে এসেছে মোহামেডান। তাঁদের একজন ফয়সাল বিন সারি আজ ভিক্টোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। ফয়সালের সঙ্গে স্থানীয় ফরোয়ার্ড দীন ইসলামের হ্যাটট্রিকে ভিক্টোরিয়ার বিপক্ষে ১০- ১ গোলের বড় জয়ই পেয়েছে মোহামেডান।
ক্লাব কাপে ভাল করতে না পারা মোহামেডানের লিগে এটি টানা দ্বিতীয় জয়।
আগের ম্যাচে আজাদ স্পোর্টিংকে ৪-০ তে হারিয়েছিল তারা। তবে অন্য বড় তিন দল আবাহনী, ঊষা ও মেরিনার্সের বিপক্ষেই তাদের মূল পরীক্ষা হবে। ভিক্টোরিয়ার বিপক্ষে এদিন ফয়সাল ও দীন ইসলামের ৬ গোলের পাশাপাশি লক্ষ্যভেদ করেছেন শফিউল আলম, মনোজ বাবু, রাসেল মাহমুদ ও আমিনুল ইসলাম। দিনের অন্য ম্যাচে সাধারণ বীমা ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিংকে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন