শুভ উদ্ভোধন হল মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে সিপিএএম টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ( সিজন ১১) এর মেগা আসর উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে জনাব ফয়েজ উর রহমান সোহেল এর সভাপতিত্ব ও সৌদ আল সুফিয়ান সাগরে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভী বাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিছবাহুর রহমান উপস্থিত ছিলেন প্রফেসর দেবাশীষ দেবনাথ অধ্যক্ষ মৌলভীবাজার সটকারী কলেজ, জনাব ফজলুর রহমান মেয়র মৌলভীবাজার পৌরসভা জনাব বিমান ঘোষ বিলকু সাবেক সভাপতি কোয়াব মৌলভীবাজার জেলা, জনাব ইফতেখার আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা, জনাব খয়রুজ্জামান শ্যামল আম্পায়ার্স এন্ড স্কোরার্স আ্যসোসিয়েশন সাধারণ সম্পাদক সিলেট বিভাগ,জনাব আব্দুল হক সেফুল পরিচালক সোহাগ ড্রিমস, জনাব শাহরিয়ার মোস্তফা তামিম সাবেক সভাপতি সিপিএএম জনাব ইমামুল হক রিপন সাধারণ সম্পাদক সিপিএএম গাজী আবেদ আহবায়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটি নিয়াজ খান ও তানভীর শিপু সদস্য সচিব টুর্নামেন্ট পরিচালনা কমিটি উক্ত উদ্বোধনী খেলা ক্রিক ফাইটার্স আট ইউকেটে ইয়াং বয়েজ ক্লাবকে পরাজিত করে উক্ত টুর্নামেন্টে আট দল অংশ গ্রহন করে
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন