বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদর দপ্তর পিলখানায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ-এর ২০২৪ সনের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ সম্পন্ন হয়েছে। 

আজ রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ-এর ২০২৪ সনের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অতিরিক্ত হাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী, পিবিজিএম। বিশেষ অতিথির আসন অংলকৃত করেন ডা. হোমায়রা শবনম। ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ও গভর্ণিং বডির সদস্য সচিব লে. কর্নেল মোহাম্মদ আবদুল জাওয়াদ।

আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চারটি হাউসের মধ্যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুতে ছিল প্রতিষ্ঠানের মনোজ্ঞ কুচকাওয়াজ। হলদে পাখি, কাব স্কাউট বয়েজ, কাব স্কাউট গার্লস, বয়েস স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি পুরুষ, বিএনসিসি মহিলা, নৌ ও এয়ার স্কাউট পুরুষ-মহিলা, হাউস প্যারেড সমন্বয়ে বিভিন্ন ইউনিট প্রতিষ্ঠানের নিজস্ব বাদকদলের ব্যান্ডের তালে তালে সুশৃঙ্খল কুজকাওয়াজ প্রদর্শন করে।

এরপর তায়কোয়ান্দো দলের শারীরিক কসরত প্রদর্শনী। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অলিম্পিক মশাল প্রজ্জ্বলন, সুশৃঙ্খল প্যারেড, হাউসভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ছাত্রীর পরিবেশনায় প্রদর্শিত হয় মনোজ্ঞ মাঠ ডিসপ্লে এবং ক্রীড়া ডিসপ্লে প্রদর্শনী।বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সকলকে মুগ্ধ করে তোলে।

আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কাজী নজরুল ইসলাম হাউস এবং রানার আপ হয় ড. কুদরত-ই-খুদা হাউস। 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যক্ষ ও গভর্ণিং বডির সদস্য সচিব লে. কর্নেল মোহাম্মদ আবদুল জাওয়াদ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী,শিক্ষার্থীদের পক্ষ হতে প্রতিষ্ঠানের এই আয়োজনে উপস্থিত অভিভাবক ও সুধীজনদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন