জেমস বন্ড’ শন কনারি না ফেরার দেশে

gbn

বিশেষ প্রতিনিধি : না ফেরার দেশে চলে গেছেন ‘জেমস বন্ড’ খ্যাত অভিনেতা স্যার শন কনারি।    ওয়েস্ট ইন্ডিজের বাহামা দ্বীপে অবস্থানকালে ঘুমের মধ্যেই তিনি চিরঘুমে চলে গেছেন বলে জানিয়েছেন তার ছেলে।    বিবিসি জানিয়েছে, জাতিতে স্কটিশ এই অভিনেতার বয়স হয়েছিল ৯০ বছর। ‘কিছু সময় ধরে’ তিনি অসুস্থ ছিলেন বলে তার ছেলে জ্যাসন কনারি জানিয়েছেন।    ‘জেমস বন্ড’ সিরিজের প্রথম সাতটিতে তিনি নামভূমিকায় অভিনয় করেন। এছাড়াও ইন্ডিয়ানা জোন্স, লাস্ট ক্রুসেড, দ্য রক ছবিতে অভিনয় করে তিনি বেশ পরিচিতি পান।    দীর্ঘ অভিনয়-জীবনে একবার অস্কার, দুবার বাফটা পুরস্কার ও তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার ছাড়াও অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।    ১৯৮৮ সালে ‘দ্য আনটাচেবল’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি অস্কার পান। ২০০০ সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়।    চলতি বছর আগস্টে স্যার শন কনারি তার ৯০তম জন্মদিন উদ্‌যাপন করেন।    এদিকে শন কনারির মৃত্যুতে হলিউড তারকারা শোক প্রকাশ করছেন। বন্ড সিরিজের প্রযোজকদ্বয় বারবারা ব্রকোলি ও মাইকেল জি. উইলসন এই খবরে গভীরভাবে মর্মাহত।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন