সানিয়ার হাত ছেড়ে পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করলেন শোয়েব মালিক

gbn

বহুদিন ধরেই জল্পনা চলছিল সানিয়া মির্জা ও শোয়েব মালিক বিচ্ছেদের পথে হাঁটছেন। তাঁদের মধ্যে দূরত্ব বাড়ছে। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের আলোচনার মাঝেই ফের বিয়ে করে ফেললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিক।

শনিবার সকালে তিনি তাঁর বিয়ের ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

শনিবার (২০ জানুয়ারি) এক্সে (টুইটার) নিজের বিয়ের দুটি ছবি পোস্ট করেন শোয়েব। সেখানে দেখা যায় তিনি পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন। দুজনের পরনেই বিয়ের পোশাক।

শোয়েবের পরনে সাদা শেরওয়ানি ও ওড়না। অন্যদিকে সানা জাভেদের পরনে আইভরি রঙের লেহেঙ্গা, গায়ে গয়না। দ্বিতীয় স্ত্রীকে জড়িয়ে হাসিমুখেই ছবি তুলে সেটা পোস্ট করেছেন পাক ক্রিকেটার।

 

 

ছবিগুলো পোস্ট করে শোয়েব মালিক একটি ধর্মীয় বাণী উল্লেখ করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।

’ তবে শোয়েবের এই হঠাৎ বিয়ে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনুরাগীদের মাঝে। কেউ কেউ যেমন নতুন জুটিকে শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনি অনেকেই সানিয়া মির্জার প্রসঙ্গে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘সানিয়ার কী হলো?’ কেউ আবার লিখছেন, ‘আল্লাহ আপনার জন্য কতগুলো জুটি বানিয়েছেন?’ কেউ আবার লিখেছেন, ‘সানা জাভেদ এর আগে গায়ক উমর জয়সওয়ালকে বিয়ে করেছিল না? কী অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।’ অপর এক ব্যক্তি লিখেছেন, ‘সত্যি! কেউ যদি ঠিক করেন তিনি কাউকে ঠকাবেন তিনি সেটা করেই ছাড়বেন। সানিয়া কত কিছু করেছে তার জন্য, আর উনি আজ সব ভুলে গেলেন!’

 

শোয়েবের নতুন স্ত্রী সানা জাভেদ হলেন একজন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী।

তিনি ২০২০ সালে উমর জয়সওয়ালকে বিয়ে করেছিলেন। তিনিও সেই বিয়ে ভেঙে বেরিয়ে এসেছেন। এটা শোয়েবের তৃতীয় এবং সানার দ্বিতীয় বিয়ে। শনিবার, ২০ জানুয়ারি তাঁরা তাঁদের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন।

 

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১০ সালে বিয়ে করেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। আলোচনায় উঠে আসে তাঁদের সম্পর্ক। ভারত ও পাকিস্তানের মতো দুই দেশের নাগরিক হয়েও এক ছাদের তলায় সংসার করছিলেন দুজন। তাঁদের একটি পুত্রসন্তানও আছে। কিন্তু কয়েক মাস ধরেই তাঁদের বিয়েবিচ্ছেদ নিয়ে আলোচনা চলছিল। শোনা যাচ্ছিল তাঁরা আর একসঙ্গে নেই। তাঁদের বিচ্ছেদ আসন্ন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শোয়েবের সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলেছেন সানিয়া, যা এই জল্পনাকে আরো বাড়িয়ে তোলে। অবশেষে সেই জল্পনাকে সত্য প্রমাণ করলেন শোয়েব।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন